1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

শীত কবে আসবে, জানাল অফিস

  • প্রকাশ কাল শনিবার, ২ নভেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক:

কার্তিক মাসের অর্ধেক শেষে দেশের দেশের অধিকাংশ স্থানে এখনো গরম কমেনি। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং অধিকাংশ জায়গায় তা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। যদিও দেশের উত্তর অংশে শীতের আগমনী বার্তা পাওয়া গেছে।

 

শনিবার (২ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, সারাদেশের তাপমাত্রা আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে। দেশের অধিকাংশ স্থানে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক থাকবে।

এদিন সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে।

শীত কবে থেকে পড়বে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী আরও কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল শীতল হতে শুরু করবে। তাদের ধারণা, ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়বে।

 

গরম না কমার বিষয়ে তিনি বলেন, দেশের দক্ষিণ দিক থেকে এখনো সামান্য বাতাস প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণা বাতাস বাড়াচ্ছে গরম। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ