মোঃমামুন, চরফ্যাশন:
কুয়েত প্রবাসী আঃ মজিদ জিয়া দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলার ১নং নরোওমপুর ইউনিয়নের, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছেন।
সুদূর কুয়েত প্রবাস জীবনযাপন করলেও মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা আর কৃতজ্ঞতায় নিজ গ্রামের গরিব ও বেকার যুবকদের উন্নয়নে আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন। এছাড়া গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সেবামূলক সহযোগিতাও অব্যাহত রেখেছেন।
আঃমজিদ জিয়া বলেন, প্রবাস জীবনযাপন করলেও হৃদয়ে থাকে বাংলাদেশ। নিজ গ্রামের গরিব দুঃখী মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নিজস্ব তহবিল থেকে গরিব দুস্থ ও অসহায় জন্য নগদ অর্থ প্রদান করেছি। এদের মধ্যে যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদেরকে নগদ টাকা সাহায্য দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। এ পর্যন্ত মোট ১৯ জন গরিব, অসহায় ও দুস্থকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছি।
তার নিজ এলাকায় অসহায় মানুষের কথা, নামে সামাজিক সংগঠন এর মাধ্যমে ব্যাপক সারা পেয়েছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। বাবা মায়ের সুনামের ঐতিহ্য সন্তান হিসেবে এলাকার প্রভাব ও সম্মানের সাথে চলাফেরা করেন।