ভোলা প্রতিনিধি:
ভোলার ২০ লক্ষ মানুষের দীর্ঘ দিনের স্বপ্নের ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের আশ্বাস দিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মোঃ ফওজুল কবির খান। ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্যদের দাবীর প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।
শুক্রবার (১ অক্টোবর) ভোলায় ইলিশা-২ গ্যাস কূপ, শাহবাজপুর গ্যাস ফিল্ড বাপেক্স ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে রাত ৮টায় ভোলা সার্কিট হাউজে প্রেসব্রিফিং এ তিনি একথা বলেছেন।
এ সময় তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ অনেক ব্যয় বহুল। তবে কাঁট-ছাঁট করে এটির ব্যয় কমিয়ে হলেও একটি মাল্টি পারপাস সেতু নির্মাণ করার কাজ চলছে। এ সেতু নির্মাণে আমাদের আগ্রহ রয়েছে। এটা নির্মাণ হলে ভোলা থেকে গ্যাস, বিদ্যুৎ নেয়া যাবে। ভোলার সাথে সারাদেশে সাথে সংযোগ স্থাপন হবে এবং ইন্টারনেট সুবিধা পাবে। ইতিমধ্যে এ সেতু নির্মাণের জন্য জাপানের একটি কোম্পানির সাথে কাজ চলছে। আমরা আশাকরি অতি দ্রুত সময়ের মধ্যে ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু করা হবে।
ভোলার গ্যাস আগে ভোলায় তার পরে অন্যত্র দেয়ার দাবীতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার মানববন্ধন করার প্রসঙ্গে তিনি আরও বলেন, আবাসিক সংযোগ না দেয়ার সিদ্ধান্তটি জাতীয়। পুনরায় আবাসিক সংযোগ দেয়ার সিদ্ধান্ত হলে ভোলাসহ সারাদেশেই সংযোগ দেয়া হবে। এ সময় তিনি বিসিক শিল্পনগরীসহ যে কোনো শিল্পকারখানায় গ্যাস সংযোগ দিতে সুন্দরবন গ্যাস কোম্পানিকে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী, খনিজ সম্পদ ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, ভোলা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।