ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকা প্রয়োগের পর প্রায় অর্ধশত ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক মো. আজাদ জাহান আহত ছাত্রীদেরকে দেখতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন।
জানা গেছে, জরায়ুর ক্যান্সার প্রতিরোধে মঙ্গলবার সকালে ওই স্কুলের প্রায় ১৬২ জন ছাত্রীকে এইচপিভি টিকা দেয়া হয়। ছাত্রীদের শরীরে টিকা প্রয়োগ করার কয়েক মিনিটের মধ্যে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপরে আরো কয়েক জন। এমনি ভাবে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়। সরে জমিনে দেখা যায়, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ২টা পর্যন্ত ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অভিভাবক সূত্রে জানা যায়,
আহত শিক্ষার্থীদের মধ্যে কারো হাত-পা জ্বালাপোড়া করে, কেউ বমি করে, কারো মাথা ব্যথা করছে, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এমন সমস্যা দেখা দিয়েছে।
এদিকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এখানে এমনও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, যাদের শরীরে টিকা প্রয়োগ করা হয়নি। সুতরাং সেজন্য আমরা বলছি, এটি ম্যাস সাইকোলজিক্যাল ইলনেস (Mass psychological illness) রোগ। এতে ভয়ের কোনো কারণ নেই। জেলায় অন্যত্র কোন বিদ্যালয়ে এমন ঘটনা শোনা যায়নি। বোরহানউদ্দিন হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক রেয়েছে।
সর্বশেষ সংবাদে জানা যায়, প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশ ছাত্রী সন্ধা পর্যন্ত বাড়িতে ফিরেছে।
উল্লেখ, ভোলায় ১ লাখ ২১ হাজার ৫৮০ জন কিশোরীকে প্রথমবারের মতো বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। বাংলাদেশ সরকারের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পযর্ন্ত প্রাথমিকভাবে ‘৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী’ এবং ‘১০ থেকে ১৪’ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত মোট ১ লাখ ২১ হাজার ৫৮০ কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।
এর মধ্যে ভোলা জেলার ৭ উপজেলায় ৫২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন শিক্ষার্থী রয়েছে। ১৮ কর্ম দিবসের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তার মধ্যে প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্র সমূহে এবং পরবর্তী আট কর্ম দিবসের নিয়মিত ইপিআই স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে কার্যক্রম অনুষ্ঠিত হবে।