নিজস্ব প্রতিবেদকঃ
ভোলায় বেদে পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার দুপুরে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন ভাসমান বেদে পল্লীতে বসবাসরত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেদে পরিবারের সদস্যদের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেন নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিড়া, চিনি, বিশুদ্ধ পানি, স্যালাই ও জরুরি ঔষধ। উল্লেখ্য, গত ১৫ দিনের বেশি সময় ধরে ভোলায় ঝড় বৃষ্টি কারণে এসব অসহায় বেদে পরিবারের সদস্যদের আয় উপার্জন প্রায় বন্ধ হয়ে যায়। এতে করে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটান সেখানকার শতাধিক পরিবার। এদিকে নৌবাহিনীর ত্রাণ সহায়তা পেয়ে খুশি হয়েছেন বেদে পরিবারগুলো। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।