1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

আগামীকাল বোরহানউদ্দিনে আসছেন মাওলানা মামুনুল হক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

আগামীকাল ২৩ অক্টোবর বুধবার ভোলার বোরহানউদ্দিনে আসছেন বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। ২০১৯ সালের ২০ অক্টোবর নবী প্রেমিক ৪ শহীদ সহ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সকল শহীদদের স্মরণে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে ইসলামি মহাসম্মেলনের আয়োজন করেন বোরহানউদ্দিন উপজেলা হেফাজত ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। প্রধান আলোচনা হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক সাহেব। এছাড়া আরো উলামায়ে কেরাম গন আলোচনা করবেন।

ইসলামি মহাসম্মেলন এর আয়োজকদের সাথে জানতে চাইলে তারা জানান, ২৩ অক্টোবর মহা সম্মেলনে ইনশাআল্লাহ জায়গার কোন সংকট হবে না। বসার জন্য একাধিক মাঠের ব্যবস্থা করা হয়েছে। কয়েকটি প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। ওযু ও এস্তেনজার জন্য পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা রয়েছে। সার্বিক নিরাপত্তা ও খেদমতের জন্য ৩০০ এর অধিক স্বেচ্ছাসেবক রয়েছে। যে কোন প্রয়োজনে কার্ডধারী স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়া যাবে।

কিছু শুকনা খাবার সাথে রাখতে পরামর্শ দেন তারা কারন অধিক জমায়েতের কারনে হোটেলগুলোতে খাবার সংকট হতে পারে। খাবার সংকট দুর করার জন্য আমরা হোটেল মালিকদের সাথে আলোচনা রাখছি এবং শুধু সম্মেলনের জন্য পৌর ভবনের পূর্বপাশে অস্থায়ী হোটেলের ব্যবস্থা থাকবে। কেউ অসুস্থ হয়ে পরলে আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিবেন। কেউ হারিয়ে গেলে সম্মেলনের চারটি বুথের যে কোন বুথে গিয়ে সহযোগিতা করবেন। কোন বয়স্ক ব্যাক্তি ক্লান্ত হয়ে বিশ্রামের প্রয়োজন হলে মূল প্যান্ডেলের পুর্বপাশে আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসায় চলে আসবেন।

আগামীকাল ২৩ অক্টোবর বোরহানউদ্দিন হেফাজতে ইসলামের মহাসম্মেলনে আগতদের মধ্যে যারা রিজার্ভ বাস, মাইক্রো, চার চাকা, তিন চাকা বিশিষ্ট বাহন নিয়ে আসবেন তাদের জন্য পরামর্শ:- * দক্ষিণ থেকে আগত মেহমানদের জন্য পার্কিং এর ব্যবস্থা সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠ। * উত্তর থেকে আগত মেহমানদের জন্য উত্তর বাস স্টান্ড এর উত্তর পাশে হেলিপোর্ট ময়দান। * হোন্ডা নিয়ে আসা মেহমানদের জন্য পৌর ভবনের উত্তর পাশে আলিম মাদ্রাসা ময়দান। নিদিৃষ্ট স্থানে পার্কিং করার জন্য অনুরোধ করেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ