ভোলা প্রতিনিধি:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্তিতে এবং হতাহতদের স্মরণে সারাদেশের নেয় ভোলাতে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ভোলার ইলিশা চত্বরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জড়ো হয় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি শহীদি মার্চ এর লং মার্চ নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভোলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহতদের রুহেম মাগফেরাত কামনা করে দোয়া হয়।
এ সময়, শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া, দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি তুলেন শিক্ষার্থীরা। এসময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায় প্রকাশ করেন শিক্ষার্থীরা। শহীদি মার্চ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, যারা দেশে পুনরায় বৈষম্য সৃষ্টি করতে চাইবে তাদেরকে আওয়ামী লীগ সরকারের পতন থেকে অভিজ্ঞতা নিতে হবে। একটি মহল ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার রটাচ্ছে উল্লেখ করে তারা বলেন, ধ্বংস নয় বরং শিক্ষার্থীরা বৈষম্যমুক্ত দেশ গড়তে মাঠে নেমেছে। তাই সব অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সমন্বয়কারী ইসরাফিল আলম জাবিরের নেতৃত্বে কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সমন্বয়ক মাছুম মিয়াজি, জিহাদ অনাবিল; মাহমুদ আলম রুবাই, মোহাম্মদ নাঈম, মোঃ তাহিয়াত ইসলাম, ভোলা কলেজ শাখা সমন্বয়ক আব্দুর রহিম, নাজিউর রহমান ডিগ্রি কলেজের সমন্বয়ক মোঃ মাসুম, ভোলা জেলা শাখার সমন্বয়কারী মোঃ তাহিয়াত ইসলাম, সমন্বয়ক কামরুন নাহার এ্যানি, সহকারী সমন্বয়ক মোঃ সিয়াম, মোঃ জাহিদ, মোঃ হোসেন, মোঃ তানভীর, মাহমুদুল হাসান, মোহাম্মদ মীর, মোঃ নোমান, মোহাম্মদ এনায়েত, মোঃ সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।