স্টাফ রিপোর্টার:
ভোলায় এনটিভির সাংবাদিক আফজাল হোসেনের নেতৃত্বে ভোলা প্রেসক্লাবে ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ এবং অপর গণমাধ্যমকর্মী জাফরের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় ১৯ অক্টোবর শনিবার ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন। দুপুর ১২টায় জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি সুমনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাসস’র ভোলা জেলা প্রতিনিধি আল-আমিন শাহারিয়ার, সাংস্কৃতিক কর্মী মোঃ বাহাউদ্দিন, হকার্স ইউনিয়নের সভাপতি মনির হোসেন ও মাকসুদুর রহমানসহ ইউনিয়নের অন্যান্য সদস্য বৃন্দ। এ সময় বক্তারা ভাড়াটে ক্যাডার নিয়ে আফজালের নেতৃত্বে ভোলা প্রেসক্লাবে হামলা ও দুই গনমাধ্যমকর্মীকে আহতকারীদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালবেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, ডেইলি সান পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি বশির আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় কালবেলা পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান শেষে আফজালের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা আকস্মিকভাবে প্রেসক্লাবে হামলা, ভাংচুরসহ দুই সাংবাদিককে পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। আহদের মধ্যে ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ’কে ভোলা সদর হাসপাতালে ভর্তি ও অপর সংবাদিক জাফর’কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার ঘটনায় আহত সাংবাদিক নাহিদ বাদী হয়ে শুক্রবার ১৮ অক্টোবর সকালে আফজালকে প্রধান করে ৩ জন ও অজ্ঞাত আরো ৮ জনকে আসামী করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-৫৮/২০২৪। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাত মো: হাসনাঈন পারভেজ জানান, প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর হামলাকারীদের খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।