মনপুরা প্রতিনিধি:
ভোলার মনপুরায় ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনমত গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশে অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মাগরিবের নামাজের পর উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চলনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুরনবী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোল ভোলা জেলা দক্ষিণ সভাপতি মাও. মোঃ আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মোঃ ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইব্রাহীম খলিল, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাও. আঃ হালিম প্রমুখ।
গণসমাবেশে বক্তরা বলেন, শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংস্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাঠ বন্ধ করতে হবে। দেশ বিদ্যমান সংকট মোকাবেলায় সকলের সহযোগিতার অনুরোধ করেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে হাতপাখা মার্কায় ভোট চান নেতারা।