1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

পশ্চিম ইলিশায় শত্রুতার জেরে গাছ কাটার অভিযোগ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলাউদ্দিন (৪০) এর বিরুদ্ধে মুজাহিদ ওরফে হেজুর পৈত্রিক ভিটা থেকে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। আলাউদ্দিন রহিজল হক বেপারী বাড়ির কাশেম বেপারীর বড় ছেলে। মোঃ হেজু ও মোঃ আলাউদ্দিন সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হেজুর ৩০ বছর পূর্বের পৈত্রিক স¤পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ একই বাড়ির মোঃ আলাউদ্দিনের সাথে বিরোধ চলিয়া আসিতেছে। তারই ধারাবাহিকতায় ১৫/১০/২০২৪ইং রোজ মঙ্গল দুপুর ৩.০০ টার সময় আলাউদ্দিন ও তার স্ত্রী পারভীন বেগম দা নিয়ে এসে মোঃ হেজুর পৈত্রিক জমি দখল করার উদ্দেশ্যে জমিতে রোপনকৃত ৮টি আমগাছ ও ৫ টি কাঠাল গাছসহ অন্যান্য গাছ-গাছালি কেটে ফেলে। এতে মোঃ হেজু বাধা দিলে মোঃ আলাউদ্দিন ও তার স্ত্রী পারভীন বেগম মোঃ হেজুর দিকে তেড়ে এসে মারধর করে। মোঃ হেজুর ডাক চিৎকার দিলে তাহার স্ত্রী রুমা বেগম আগাইয়া আসিলে আলাউদ্দিন ও তার স্ত্রী মোঃ হেজুর স্ত্রীকেও মারধর করেন। আলাউদ্দিন মোঃ হেজুর বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি প্রদান করেন এবং খুন জখমসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন বলে রুমা বেগম অভিযোগ করেন।

মোঃ হেজু বলেন, আমার পৈত্রিক জমিতে আমি বিগত ০২ বছর পূর্বে বসত ঘর উত্তোলন করিয়া বসবাস করিয়া আসিতেছি। আলাউদ্দিন আমার দখলীয় স¤পত্তি হইতে ০২ (দুই) শতাংশ জমি পাইবে বলে দাবী করিয়া আসিতেছে। যাহার ফলে আলাউদ্দিন ও তাহার স্ত্রী পারভীন বেগম আমার দখলীয় স¤পত্তি দখল করার উদ্দেশ্যে গাছপালা কেটে ফেলেন। আমি এর ন্যায় বিচার দাবী করছি। এব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিনের সাথে যোগাযোগ করার জন্য তাহার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে আলাউদ্দিন এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগযোগ করার চেষ্টা করেও তাহার বক্তব্য পাওয়া যায়নি।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ