এম এ মান্নান, বিশেষ প্রতিবেদক:
ইসলামি শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী, ভোলার কৃতি সন্তান ওবায়েদ বিন মোস্তফা এর সাথে ভোলার ডেভলপমেন্ট ফোরাম (BDF) এর একমত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম সফর কালে, স্টেশন রোডস্থ বাংগালীয়ানা রেস্তোরাঁয় এই মতবিনিময় সম্পন্ন হয়। ভোলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের রূপকল্পক প্রতিষ্ঠান বিডিএফ এর চট্টগ্রামস্থ ভোলাবাসীদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় ভোলার সমস্যাগুলো সম্পর্কে এবং সমস্যাগুলো সমাধানের উপায় সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করেন তিনি।
সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে তাঁর দলের সর্বোচ্চ ফোরামের মাধ্যমে দেশের বর্তমান নীতিনির্ধারকগণের নজরে আনবেন বলে আশ্বস্ত করেন ওবায়েদ বিন মোস্তফা। এছাড়া তার নিয়ন্ত্রনাধীন রিয়েল এস্টেট ব্যবসা এবং দলীয় সাংগঠনিক বিষয়েও তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সভা শেষে বিডিএফ এর আয়োজনে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন তিনি। মধ্যাহ্ন ভোজের সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করেন রেস্তোরাঁটির পরিচালক আব্দুস সালাম।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে ইসলামিক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রিয়েল এস্টেট ব্যবসায়ের সাথে সহযোগী কর্মকর্তাবৃন্দ, বিডিএফ কেন্দ্রীয় কমিটির আলী আরশাদ, ওমর ফারুক, মো সেলিম মিন্টু সওদাগর, ভোলা জেলা সমিতি চট্টগ্রামের কেন্দ্রীয় কমিটির হাফেজ মাওলানা মুহম্মদ মুসলেহ উদ্দিন, জনাব সেলিম সওদাগর, জনাব আবদুল্লাহ আল সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।