স্টাফ রিপোর্টার:
ভোলায় পানিতে ডুবে ৪ শিশুসহ পৃথক দুর্ঘটনায় সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানায় এসব ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে ও দুপুরে পৃথক ছয়টি দুর্ঘটনায় এসব মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসিরা) ৭টি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পানিতে ডুবে মারা যাওয়া ৪ শিশু হলো- হুজাইফা আক্তার (৩), সাইফুল আহমেদ (২), জুবায়ের আহমেদ (৪) এবং আরিয়ান ইসলাম (৫)। হুজাইফা আক্তার সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিন এর মেয়ে, সাইফুল আহমেদ ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের মো. নুরনবী মিয়ার ছেলে, জুবায়ের আহমেদ চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফ হোসেনের ছেলে এবং আরিয়ান ইসলাম একই ওয়ার্ডের মো. সুমন মিয়ার ছেলে।
মৃত ৪ শিশুর পরিবার পুলিশকে জানিয়েছে, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
এছাড়াও গলায় ফাঁস লাগিয়ে সাইফুল ইসলাম নামের এক যুবক আত্মহত্যা করেছে। তার বাড়ি চরসামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। সকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাইফুল বিবাহিত। তবে তার কোনো ছেলে-সন্তান নেই এবং বোরহানউদ্দিন উপজেলার পৌর ৫নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ®পৃটে মো. সোহাগ (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একই উপজেলার দালালপুর নামক এলাকায় কীটনাশক পানে আব্দুল রহিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।