স্টাফ রিপোর্টার:
ভোলায় পৌরসভার আবহাওয়া অফিস রোড সংলগ্ন শ্রী শ্রী দূর্গা মাতার মন্দিরের পুজা মন্ডপের আলোকসজ্জায় ঢিল নিক্ষেপ ও গেইট ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে এক যুবক কে আটক করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে পুজা মন্ডপ থেকে প্রায় ২০০গজ দুরে শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবক আলোকসজ্জা ও গেইটে ইট ঢিল নিক্ষেপ করার সময় এএসআই মানিক ডিউটিরত অবস্থায় তাকে আটক করেন। আটককৃত যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মধুচন্দ্রদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটাওয়ারী। এ ঘটনায় ওই যুবককে আটক করতে সক্ষম হওয়ায় এএসআই মানিক’কে ১ হাজার টাকা পুরস্কার প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। ঐ যুবকের পরিবারের দাবি অভিযুক্ত শিমুল চন্দ্র দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন রোগী তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরণের অনাকাঙ্খিত জন্য দুঃখ প্রকাশ করে তার মুক্তির দাবি জানান তার পরিবার। এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, ভোলায় পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে জেলা পুলিশ।