1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

এবার পূজা হবে শান্তি পূর্ণ – হাফিজ ইব্রাহিম

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

দৌলতখান প্রতিনিধি:

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, সনাতনরা বাংলাদেশে কোন সংখ্যালঘু সম্প্রদায় নয়। এ দেশে তারা মুসলিমদের ন্যায় সমঅধিকার ভোগী নাগরিক। রাষ্ট্রের কাছে সকল ধর্মের মানুষই সমঅধিকার প্রাপ্য। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে দৌলতখান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এবার পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ। পূজার সৌন্দর্য্য ও নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ কাজ করছে। পাশাপাশি দৌলতখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মন্দির পাহারা দিচ্ছে। পরে তিনি মন্ডপ পরিদর্শনকালে প্রতিটি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বসির আহাম্মদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন, যুবদল নেতা রিয়াজ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ