1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

ভোলায় দূর্গাপুজা উপলক্ষে মন্দির পরিদর্শন করলো নৌবাহিনী

  • প্রকাশ কাল সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

ভোলা প্রতিনিধি:

ভোলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজার নিরাপত্তায় তৎপর নৌবাহিনী। দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌ-বাহিনীর সদস্যরা। পূজার সময় দুষ্কৃতিকারীদের যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোলার বিভিন্ন উপজেলার মন্দিরে মন্দিরে টহল দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা। সোমবার (৭ অক্টোবর) সকালে ভোলা সদরের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরির্দশন করেন শেরে-বাংলা নৌ ঘাটির কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান।

এ সময় তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন নিরাপদভাবে তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে এ জন্য নৌবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে। যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন কোনোরকম ভীতি ছাড়াই তাদের উৎসব পালন করতে পারে। তিনি আরও বলেন, এবার ভোলা জেলায় ১০৬টি পূজাম-পে পূজা উদযাপন হবে। এসব ম-পে যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা উদযাপন করতে পারে এ জন্য অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনীর সদস্যরাও সতর্ক পাহারায় নিয়োজিত থাকবে। মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল ও কমান্ডার মোঃ আবু রাইহান আল বেরুনী।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ