বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলা জেলাধীন বোরহানউদ্দিন পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কার করে দিলেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। শনিবার ফজরবাদ জামায়াতের নেতাকর্মীরা সবাই মিলে ওই রাস্তাটির সংস্কার করেন।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মোড়ে মো: আবু মিয়ার দোকান থেকে পূর্বদিকে পাকা রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় স্থানীয় লোকজনের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জামায়াতে ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা সবাই মিলে ইট-বালু দিয়ে স্বেচ্ছাশ্রমে ওই রাস্তা সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন।
বোরহানউদ্দিন পৌর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী, ভোলা জেলা ব্যবসায়ী ফার্মের সভাপতি, অধক্ষ্য মোঃ আবদুস সালাম বলেন, ‘অনেক দিন যাবৎ রাস্তাটিতে খানাখন্দ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এলাকার লোকজন চলাচল করতে পারত না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নজরে এলে সবাই মিলে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়।’
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ ফখরুল আলম আমির বোরহানউদ্দিন পৌরসভা, মোঃ আব্দুল আহাদ আনসারি সাবেক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামি বোরহানউদ্দিন পৌরসভা, মাওলানা মোঃ নোমান সভাপতি শ্রমিককল্যাণ ফেডারেশন, বোরহানউদ্দিন পৌরসভা। মোঃ খলিলুর ররহমান, সেক্রেটারি মোঃ দুলাল আখন, জামায়াতে ইসলামির কর্মি মোঃ আকতার হোসেন, মোঃ সফিক হাওলাদার, মোঃ আলাউদ্দিন, মোঃ অহিদ হাওলাদার, মোঃ সোহরাব, মোঃ নাগর, মোঃ নাজিম প্রমুখ।