1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান চিকিৎসার জন্য হাসপাতালে

  • প্রকাশ কাল শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

নিউজ ডেস্ক:

কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতালের ডাক্তাররা তাকে এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, বয়সজনিত কারণে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। গেল ৪ আগস্টে সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা মামলার ২নং আসামি ছিলেন তিনি। গত ২০ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার হিজলবাড়ির নিজ বাসভবন থেকে তাকে আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্রজনতার ওপর হামলার অভিযাগে দ্রুত বিচার আইনে আদালতে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ