স্টাফ রিপোর্টার:
মহান শিক্ষক দিবস উপলক্ষে ভোলায় অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে সম্মাননা স্মারক দিয়েছেন ভোলার উন্নয়নে নিবেদিত প্রাণ ব-দ্বীপ ফোরাম। শনিবার (৫ অক্টোবর) মহান শিক্ষক দিবস উপলক্ষে ভোলা শহরের উকিলপাড়াস্থ হোটেল দি প্যাপিলন কনভেনশন সেন্টারে এই সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন- ভোলা সদর উপজেলার ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল আমিন, শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের সাবকে অধ্যক্ষ খালেদা খানম, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, মাসুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবিএম শামসুল হুদা। দৌলতখানের চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, স্বরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তজুমদ্দিনের শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল চন্দ্র মজুমদার, ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূরনবী, চরফ্যাশনের আলীগাঁও এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নুরু উদ্দিন ও আছিউর রহমান।
সম্মাননা স্মারক অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান শিক্ষকরা। ব-দ্বীপ ফোরাম এর সাফল্য কামনা করেন সম্মাননা স্মারকপ্রাপ্ত শিক্ষকসহ অতিথিরা।
সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার শরীফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ।
ব-দ্বীপ ফোরাম এর আহ্বায়ক মশিউর রহমান রুপক এর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা মোশারফ অমি’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন, কেন্দ্রীয় ছাত্রদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব-দ্বীপ ফোরামের সদস্য সচিব নাকিব চৌধুরী প্রমূখ।