স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার তিন অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এর সাথে মতবিনিময় করেন। তখন তিনি ভোলা জেলা নিয়ে তার কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। বিগত দিনের মতো আর কোনো অনিয়ম দুর্নীতি আর চলবে না। এসময় তিনি আমাদের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও সু-শিক্ষায় মনোনিবেশ করতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন। দেশকে বৈষম্য মুক্ত করতে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব করতে অনুরোধ করেন। তথ্য মতে এককভাবে ভোলা জেলার শহীদের সংখ্যা সবচেয়ে বেশি এবং একজন শহীদের স্ত্রীকে ২০০০০/- টাকার চেক প্রদান করেন। এসময় দেশ গঠনে ডঃ ইউনুস এর হাতকে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের জন্য সকল সেবা সহজ করতে অঙ্গীকার করেন। সবশেষে হিন্দু বৌদ্ধ মুসলিম সহ সকলকে নিয়ে সুখী সমৃদ্ধ দেশ পূনর্গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন, “দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, প্রেস ক্লাব, উপকূল প্রেস ক্লাব, রিপোর্টারস ইউনিটির সাংবাদিক , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ প্রমুখ।
উক্ত সভায় জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হক ও সরকারি আবু আব্দুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শম ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম।