1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

রোগীদের ভোগান্তি চিকিৎসা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতিতে

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

নার্সিং ইনস্টিটিউটের ডিজিসহ সকল ক্যাডারদের প্রত্যাহারের দাবিতে ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ ৭টি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ করে সকাল থেকে চলে নার্সদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি এবং আগামীকাল বুধবারও চিকিৎসা সেবা বন্ধ করে দুপুর ২টা পর্যন্ত চলবে কর্মবিরতি চলবে। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে এই কর্মবিরতি পালিত হয়।  এদিকে জেলার ৭টি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি পালন করায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীর স্বজনরা বলেন,এমনিতেই ভোলা সদর হাসপাতালে চিকিৎসক সংকট।দিনে একবার ডাক্তারের দেখা পাওয়া অনেকটা দুস্কর।তার উপরে নার্সরা এভাবে কর্মবিরতি পালন করলে হাসপাতালে ভর্তি হওয়া সাধারন রোগীরা চিকিৎসা নিতে এসে আরো অসুস্থ হয়ে পরবে। রুগীদের সেবার কথা চিন্তা করে নার্সদের দাবি মেনে নেওয়ার আহবান জানান রোগীরা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত  ভোলা  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের এ কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকালও এই কর্মসূচি চলবে।

এদিকে কর্মবিরতি চললেও জরুরী সেবা দেয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। কর্মসূচি থেকে একই দাবিতে আগামীকাল ৫ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।
এ সময় এসময় উপস্থিত ছিলেন- ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ইনচার্জ নন্দারানী দাশ,ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ
নার্সিং ইন্সট্রাক্টর আফজাল হোসেন,ভোলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সদস্য নাছিমা আক্তার, সিনিয়র নার্স নাছিমা বেগম সহ ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরাসহ সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ