নিউজ ডেস্ক:
(সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পরে দ্বীপজেলা ভোলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আজাদ জাহান। গত বুধবার নবাগত জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেন দৈনিক আজকের সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন। তার সঙ্গে ছিলেন স্টাফ রিপোর্টার বেল্লাল নাফিজ)
দ্বীপ জেলা ভোলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করে এ কদিনে তার অনুভূতি কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এক কথায় আমি অভিভূত। ধান সুপারি ইলিশ এবং মহিষের দধি সমৃদ্ধ দেশের বৃহত্তর দ্বীপদেশ ভোলায় এসে আমি দারুণভাবে আনন্দিত উদ্বেলিত এবং অভিভূত। এ ক’দিনে ভোলার মাটি মানুষ ও প্রকৃতির সঙ্গে আমার একটি আত্মার সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। আমার মনে হয়েছে গাড়ো সবুজের ¯িœগ্ধতায় পরিপূর্ণ এ দ্বীপ ভূমির মানুষের মনগুলো সবুজ এবং সহজ সরল। আমি আমার নতুন কর্মস্থল ভোলাকে ভালোবেসে ফেলেছি।
ভোলার সামগ্রিক সমস্যা সমূহের সমাধানে আপনার চিন্তাভাবনা কি?
এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতোমধ্যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। ভোলার সমস্যাগুলো অনেকটাই আমি জানতে পেরেছি। এখানকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, বিদ্যুৎ, প্রকৃতি প্রদত্ত গ্যাস নিয়ে অনেক সমস্যা রয়েছে। শিক্ষার মানগত ক্ষেত্রে ভোলা অনেক পিছিয়ে রয়েছে। একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়া সত্বেও এখানে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এটি ভোলার একটি বিশেষ সমস্যা। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ভোলার অনেককেই সন্তানদেরকে ঢাকায় রেখে পড়াশোনা করাতে হচ্ছে। এজন্য ভোলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অপরিহার্য। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা রয়েছে। আমি এই সব কিছুর উপরে কাজ করছি। এসব সমস্যা সমূহ সমাধানের জন্য আমার অবস্থান থেকে যেভাবে প্রচেষ্টা চালানোর দরকার আমি সব ব্যবস্থাই নেব ইনশাআল্লাহ। আমি জানি সব কিছুর সমাধান আমার হাতে নেই। কিন্তু সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহে প্রচেষ্টা চালানোর কাজটি আমি নিরলসভাবে করে যাব।
ভোলাবাসীর প্রতি তাঁর বক্তব্য কি? এ প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, আমি ভোলা ও ভোলার জনগণকে ভালোবাসি। এখানকার সামগ্রিক উন্নয়ন কাজে আমি ভোলার সর্বস্তরের দায়িত্বশীল নাগরিকদের সহযোগিতা চাচ্ছি। ভোলার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যেসব উদ্যোগ নেব, যেসব প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করব সেক্ষেত্রে ভোলাবাসী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো। দৈনিক আজকের ভোলাসহ সকল সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজসহ সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল।
সংক্ষিপ্ত পরিচিতি
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ১৯৭৫ সালে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ শাহজাহান আলী একজন শিক্ষক ছিলেন। চার ভাই বোনের মধ্যে তিনি সকলের বড়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি অনার্স এবং এমএ পাস করেন। ২৫ তম বিসিএস ভিন্ন হয়ে তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে এসিল্যান্ড, ইউএনও, এডিসিসহ ফিল্ড লেভেলের বিভিন্ন দায়িত্ব পালন করে সবশেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের পরে ১২ সেপ্টেম্বর তিনি দ্বীপ জেলা ভোলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।