স্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনে শহীদ হয়েছে শত শত প্রাণ। তারমধ্যে একক ভাবে সব চেয়ে বেশি ৪৬ জন শহীদ হয়েছেন ভোলা জেলায়। এর এই শহীদের পরিবার কে সমবেদনা জানাতে ভোলায় এসকল পরিবারের সাথে মতবিনিময় সভা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্যরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভোলা ১নং ওয়ার্ড জেলা শিল্পকলা একাডেমি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্যে সোমবার সকালে ঢাকা থেকে ভোলায় আসেন ভোলার সন্তান, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ-সমন্বয়ক মোঃ রাসেল মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য রিয়াজ উদ্দিন, কেন্দ্রীয় মেডিকেল টিম সদস্য নিশাত আহমেদ, ভোলার সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুস্তাক তাহমিদ।
সভায় অন্যান্য অতীতের পাশাপাশি বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ-সমন্বয়ক স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ রাসেল মাহমুদ। তিনি জানান, ভোলার শহীদের পরিবারের খোজ খবর নেয়া ও মতবিনিময়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ভোলায় আসেন। তিনি সেসকল পরিবারের সাথে মতবিনিময় করে আশ্বাস দেন শহিদের ও আহতদের সঠিক তালিকা তৈরী এবং সরকারি প্রনদনা পেতে সাহায্য করার পাশাপাশি যেকোন বিপদ আপদে পাশে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সভায় শুরুতেই এক একে করে ছাত্র আন্দোলনের শহীদের পরিবার ও আহতরা তাদের শোক, অবস্থান, মতামত প্রকাশ করেন। এরপর ঢাকা থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থীরা জানান তারা শহীদের পরিবারের আর্তনাদ শুনে ব্যথিত। তারা এসকল পরিবারের পাশে থাকার পাশাপাশি ভোলার চলাচলে দূর্ভোগ ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবী আদায়ে তাদের সর্বোচ্চ সহয়তা করবেন বলে জানান।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা আইসিটি সহকারী কমিশনার জাহিদ হোসেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল, উপজেলা স্বাস্থ্য অফিসার মনিরুজ্জামান, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ফাতেমাতুজ জহুরা, ভোলার সরকারি বালিকা উচ্চ বালিকা প্রধান শিক্ষক সালাউদ্দিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অবিভাবক ও ভোলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, সাধারন শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।