বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট মাসব্যাপী চলমান রাজনৈতিক আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ পরিবার, আহত ও পঙ্গুদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই সভার আয়োজন করা হয়। রবিবার (১৩ জুলাই) উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির মোঃ জাকির হোসাইন। প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী (ভোলা-২) মুফতি মোঃ ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাওলানা শফিউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ভোলা জেলার ৪৬ জন শহীদের পরিবারকে রবিবার (১৩ জুলাই) পর্যন্ত ২ লাখ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত মহিউদ্দিনকে দেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। আজকের অনুষ্ঠানে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার শহীদ লিজা, ইয়াসিন, সোহেল, শাহীন, শাহজাহান, জামাল, নাহিদ, জাকির, রিয়াজ, সুজনের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
এছাড়াও আহত মহিউদ্দিন, আবদুর রহিম ও মাসুম বিল্লাহ এই ৩ জনের পরিবারকে সম্মানী প্রদান করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন উপজেলা শাখা।