নিউজ ডেস্কঃ
অরাজনৈতিক ও মানবিক সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ ভোলা জেলা শাখার আগামী এক বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা, সচেতনতা, এবং সমাজকল্যাণমূলক কর্মকা- পরিচালনা করে আসছে। রবিবার (১৩ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় বোর্ড অফ ট্রাস্টির অনুমোদনে ঘোষিত এই কমিটিতে স্থান পেয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একঝাঁক নিষ্ঠাবান ও সমাজসচেতন তরুণ। তারা সবাই সংগঠনের মূলমন্ত্র ‘মানবতার কল্যাণে সংগঠন’ ধারণ করে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ঘোষিত কমিটির সদস্যরা হলেন সভাপতি: মোঃ নোয়াব, সহ-সভাপতি: মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক: মোঃ ইমরান খান, সহ-সাধারণ সম্পাদক: মোঃ ওয়াব, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাইন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সোহরাব, কোষাধ্যক্ষ আরিয়ান আরিফ।
নবগঠিত কমিটির প্রতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ভোলা জেলার শুভাকাঙ্খীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই তরুণ নেতৃত্বের মাধ্যমে ভোলায় মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। কমিটি অনুমোদন করেছেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান আক্তার হোসেন। যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ একটি অরাজনৈতিক, মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।