1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

গরম কমবে যেদিন থেকে

  • প্রকাশ কাল শনিবার, ১০ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ

চলতি মাসের (মে) শুরু থেকেই তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বৃহস্পতিবার থেকে তা ক্রমেই বাড়তে শুরু করেছে। শুক্রবার তা অসহনীয় পর্যায়ে চলে যায়। একই পরিস্থিতি আজও (শনিবার)।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী, চলমান তাপপ্রবাহ রোববার পর্যন্ত থাকতে পারে। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহ রোববার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।

এদিকে শনিবার সকালে আবহাওয়ার অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার রাতে কিছুটা বাড়তে পারে। তবে, সোমবার থেকে তাপমাত্রা কমবে এবং বৃষ্টির দেখা মিলতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে জানান, দেশের অনেক অঞ্চলের তাপমাত্রা আজ ৪০ ডিগ্রির ওপরে রয়েছে। এ তাপমাত্রা অনেক এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ