1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন

চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃ*ত্যু

  • প্রকাশ কাল সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

চরফ্যাশন প্রতিনিধিঃ

চরফ্যাশনে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রব (৬০)। তিনি পেশায় রিকশা চালক। সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রব ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত আব্দুর রব সোমবার দুপুরে পাশের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে পথিমধ্যেই তার গায়ে বজ্রপাত পড়ে, এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা রাস্তা থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ