1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

বিবার মানবতার দুয়ারে জায়নামাজ বিতরণ

  • প্রকাশ কাল শনিবার, ৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ এ স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে বিবা। দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা) মানবতার দুয়ার নামক প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে মানবতার সেবায়। এর আয়োজনে মানবতার দুয়ার থেকে শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টায় দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত মানবতার দুয়ারে একজন বিত্তবানের সহযোগিতায় ১২০ পরিবারের মধ্যে এ জায়নামাজ বিতরণ করা হয়।

এ মহতী উদ্যোগকে উৎসাহ দিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তর এর উপপরিচালক রজত শুভ্র সরকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইয়ারুল আলম লিটন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক। বিবা’র নির্বাহী পরিচালক মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মো: মনিরুল হক চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট ভোলা জেলা এবং শিক্ষক সমিতির জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, কণ্ঠশিল্পী মনিরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার লিংকন, সদর উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক আনোয়ার পারভেজ, শিক্ষক শাখাওয়াত হোসেন প্রমুখ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

পবিত্র মাহে রমজানে মানবতার দুয়ারে জায়নামজ পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। তারা আনন্দের সাথে বলেন, আজকের এই জুমার দিনে আমাদেরকে জায়নামাজ দেওয়া হয়েছে। আমরা অনেক খুশি হয়েছি। যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন অসহায় দরিদ্র এসব মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মানবতার দুয়ারে ১টি টিউবওয়েল প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন এ ধরনের মহতী উদ্যোগ কারো একার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের সমাজের সকলেরই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। তিনি অসহায়দের জন্য মাথা পিছু ৩০ কেজি চালের বরাদ্ধ ঘোষনা করেন। অসহায়দের জন্য স্থায়ীভাবে কিছু করা যায় কিনা সে বিষয়ে ভাবতে বলেন বিবার পরিচালককে। তিনি বলেন আমাদের সরকার সব সময় অসহায়দের পাশে আছে এবং থাকবে।

এসময় বক্তারা বলেন, গত করোনায় সারা দেশে এ প্রতিষ্ঠানটি সর্বপ্রথম হাত ধোওয়া কর্মসূচি চালু করে।তারপর থেকে মনিরুল ইসলাম মানবতার দুয়ারের উদ্যোগ নিয়ে প্রতি শুক্রবার সাধারণ অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল-ডাল, কম্বল, ছাতা, গাছ,তরিতরকারি, সবজিসহ বিভিন্ন পোশাক বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি অসহায় সাধারণ মানুষের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার তাদেরকে জায়নামাজ দিয়েছেন। এবং প্রতি শুক্রবার অসহায় মহিলাদেরকে মহিলা হুজুর দ্বারা প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে এগারোটা পর্যন্ত কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। তাদের বাড়ী ফেরার পথে সামর্থ্য অনুযায়ী যা ভাগ্যে জোটে উপহার স্বরূপ তুলে দেন তিনি। শুধু তাই নয় ভোলা জেলায় ২০০৫ সনে সর্বপ্রথম জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধিত করেন তিনি। বিত্তবানদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম বিতরণ, দুর্যোগে অসহাযদের সাহায্য প্রদান ব্যবসায়ীদের ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রদান করেন তিনি। এটি একটি মহৎ উদ্যোগ। মানবতার জন্য তিনি এরকম একটি ভালো কাজে এগিয়ে আসায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তারা বলেন, সমাজের বিত্তশালীরা যদি এভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের গরীব অসহায় মানুষরা একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। এসময় বক্তারা নিজ নিজ যায়গা থেকে এই মানবতার দুয়ারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিবা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। গরীব অসহায় মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ‘মানবতার দুয়ার’ এর কার্যক্রম শুরু করেছি। আমরা এই মানবতার কাজে যেভাবে প্রশাসন, সাংবাদিক, সুধী সমাজ, ব্যবসায়ী, চাকরিজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামী দিনগুলোতে গরীব অসহায় মানুষের সেবায় আরও অনেক কাজ করে যাবো ইনশাআল্লাহ। নিঃস্বার্থভাবে ছিন্নমূল অসহায় মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। তাই, অসহায় দরিদ্র মানুষের মধ্যে জায়নামাজ বিতরণ করা হয়েছে। বিত্তবানদের সহযোগিতা পেলে আল্লাহর রহমতে প্রতি শুক্রবার সকাল ১০টায় এই মানবতার দুয়ার থেকে সবজী বিতরণসহ বিভিন্ন পণ্য বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিবার নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।

উল্লেখ্য, গত করোনার পর থেকেই ভোলা সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত মানবতার দুয়ারে নতুন পুরাতন কাপড় ঝোলানো সহ প্রত্যেক শুক্রবার সকালে মানবতার দুয়ারে দরিদ্র অসহায় শত শত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী ও পোশাক।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ