1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

নৌ-পুলিশের অভিযানে ৩শ’ ৪৭ কেজি অবৈধ পলিথিন জব্দ

  • প্রকাশ কাল বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় নৌ-পুলিশের অভিযানে ৩শ’ ৪৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

ইলিশা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দিন বলেন, আমরা জানতে পারি যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোলাগামী শ্যামলি ও ইসরাত পরিবহনের মাধ্যমে অবৈধ পলিথিন ভোলায় আসছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামলি ও ইসরাত পরিবহন থেকে মালিক বিহীন ৩শ’ ৪৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এদিকে অবৈধ পলিথিন বহনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শ্যামলি পরিবহনকে ৫ হাজার, ইসরাত পরিবহনকে ১০ হাজার টাকা পরিমানা করা হয় এবং জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ