1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাইজিং মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথি বক্তব্যে শামান্তা শারমিন বলেন, আজ আমরা বোরহানউদ্দিনে জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভায় উপস্থিত হয়েছি। এই রাইজিং মানে সকলে একত্রিত হয়ে জেগে উঠা। জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদ নাহিদ ইসলামের মায়ের বক্তব্যের রেশ ধরে তিনি বলেন, শহীদ নাহিদ ইসলামের মা যখন কাঁদে তখন আমি অন্যদিকে তাকিয়ে ছিলাম। দেখলাম নাহিদ ইসলামের মায়ের সাথে অন্য মায়েরাও কাঁদে, এরই নাম আমাদের বাংলাদেশ। আমাদের দেশে যখন এক মা কাঁদে তখন অন্য মায়েরাও কাঁদে, আমাদের দেশে যখন এক বাবা কাঁদে তখন অন্য বাবারাও কাঁদে। এটাই বাংলাদেশের বড় শক্তি ও সম্প্রীতি।

উপস্থিত বক্তারা আরো বলেন, আমরা শান্তি চাই, ফ্যাসিবাদী চাই না। বাংলাদেশের জন্য হাসিনা বাঘ ছিল তার কাছে শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ ছিল না। সে আসলেই একটা ডাইনি ছিল, যার কাজই হলো সাধারণ জনগণের রক্ত চুষে খাওয়া। আগে স্বৈরাচার আওয়ামীলীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।

তারা বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য। আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে ও মোঃ এনায়েতর সঞ্চলনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, শিল্প ও বানিজ্য সেল ফয়সাল মামুন, সদস্য রাকিব, এড. মহিবুল্লাহ খোকন, নকিবুল ইসলান আওলাদ প্রমূখ।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ