1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

এক পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, গ্রেফতার-১

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুলের বাড়ির একই পরিবারের ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১১ টার সময় হরিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাকসুদ অভিযোগ করে বলেন, আমাদের একই বাড়ির মৃত নজুমদ্দিনের ছেলে ইমান হোসেন গংরা আওয়ামী লীগের সময় আমাদের পথের জায়গায় কাঁটা দিয়ে ভেড়া দেয়, বাঁধা দিলে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দামকি দিত আমরা ভয়ে তখন কিছু বলতাম না। এ পথের জায়গা আমাদের বাবা দাদার সময় দিয়ে গেছে, এখন তারা আমাদের হাঁটতে দেয় না। আমরা হাঁটে গেলে বিভিন্ন রকম হুমকি দামকি দেয়। গতকাল রাতে ইমান হোসেন, নুর হোসেন, ইকবাল, জুয়েল, রাজিব, শামীম, জাহাঙ্গীর, ওহাব আলীসহ একাধিক বহিরাগত লোক নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র, রড, দাঁড়ালো দা, ছেনি, লোহার রড দিয়ে আমাদের উপর অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্যে মাথার উপর কোপ দেয়। আমি হরিগঞ্জ বাজারের একজন ব্যবসাহী আমার কাছে নগদ কিছু টাকা ছিল তখন তার জোড়পূর্বক নিয়ে যায়। এখবর পেয়ে আমার প্রবাসী ভাই আমাদের উদ্ধার করতে গেলে তাকে ও এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এতে আমার পরিবারের আমিসহ ৪ জন আলমগীর, কবির, মিজানসহ আমরা আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছি। আমরা এ সন্ত্রাসী বাহিনী ইমান হোসেন গংদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত ইমান হোসেনের মুঠোফোনে একাধিক বার কল করলে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ