স্টাফ রিপোর্টারঃ
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারী শহরের ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে বিশিষ্ট সমাজসেবক মিয়া মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মনপুরা উজেলার সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, জেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট সালাউদ্দিন হাওলাদার, সহ-সভাপতি এডভোকেট মো. তৈয়ব, পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ভোলা সদর উপজেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউসুফ, সদস্য আব্দুল বারেক, আমিনুল ইসলাম মঞ্জু খান, সফিক চৌধুরী প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে মানবাধিকার সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও ফলপ্রসু করার লক্ষে সংগঠনের কর্মীদের জোড়ালো ভূমিকা পালন করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিটি ওয়ার্ডে ৩ জন করে শিক্ষিত, সৎ ও নির্ভিক সদস্য বাছাই করে কার্যক্রম পরিচালনা করা লক্ষ্যে সকলে ঐক্যমত পোষণ করেন।