ভোলা প্রতিনিধিঃ
২২ জানুয়ারি, বুধবার বিকাল ৪টার সময় তজুমদ্দিন উপজেলার ছোট ডাওড়ী বাজারের গরুর হাটে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় জনগণ গরু চুরির অভিযোগে চাঁদপুর ইউনিয়নের কাজীকান্দি গ্রামের ৪ নং ওয়ার্ডের মোঃ আলম (পিতা: মো: কাশেম)-কে হাতেনাতে আটক করে।
গরুর মালিক মোহাম্মদ মাসুদ মিয়া জানান, গত ১৮ জানুয়ারি রাতে লালমোহন উপজেলার রায়েরাবাগ ইউনিয়নের মুন্সি বাড়ির গরুর খামার থেকে তার দুটি গরু চুরি হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর তিনি ২২ জানুয়ারি ছোট ডাওড়ী বাজারে গরুর হাটে আসেন। সেখানে একটি গরু পছন্দ করে মেমো করার সময় তিনি দেখতে পান, তার চুরি যাওয়া একটি গরু বিক্রি করতে এসেছেন মোঃ আলম।
গরুর মালিক তাৎক্ষণিকভাবে ওই গরুর রশি ধরে মোঃ আলমকে হাতেনাতে আটক করেন। মুহূর্তের মধ্যে বাজারে হৈচৈ পড়ে যায়। স্থানীয় বাজার কমিটির দায়িত্বপ্রাপ্ত মো: কামাল ঘটনাস্থলে এসে গরু ও চোরকে নিজেদের জিম্মায় নেন এবং তজুমদ্দিন থানা পুলিশকে খবর দেন।
তজুমদ্দিন থানার পুলিশ ঘটনাস্থলে এসে চোর মোঃ আলমকে আটক করে লালমোহন থানায় সোপর্দ করে। এ ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় জনগণ একত্রিত হয়ে চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এলাকাবাসী জানান, তজুমদ্দিন উপজেলায় সক্রিয় চোরদের কারণে মানুষ চরম আতঙ্কে রয়েছে। প্রশাসনের কাছে তাদের দাবি, দ্রুত এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।