মনপুরা প্রতিনিধিঃ
মনপুরায় মেঘনায় মাছ শিকার করতে গিয়ে জালের রসি (বট) পেঁচিয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন এক জেলে। নিখোঁজের ১৭ ঘন্টা অতিবাহিত হলেও এখনও উদ্ধার হয়নি নিখোঁজ জেলে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার হাজিরহাট ঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে। পরে খবরপেয়ে সন্ধ্যায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ ঘন্টাব্যাপি উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ জেলেকে উদ্ধার করতে পারেনি।
তবে বুধবার বরিশাল থেকে ডুবুরীদল এসে ফের মেঘনায় নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান।
নিখোঁজ জেলে হলেন, মোঃ মোস্তফা (৪৫)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোজাম্মল হকের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার হাজিরহাট ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নৌকা নিয়ে যান মোস্তফা মাঝি। এই সময় বেহুন্দি জাল ফেলার সময় জালের রসি (বট) পেঁচিয়ে নদীতে পড়ে যান। তখন থেকে ১৭ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছেন ওই জেলে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে বরিশাল থেকে ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। বুধবার ডুবুরী দলের সহযোগিতায় ফের উদ্ধার অভিযান পরিচালনা করা হবে