তজুমদ্দিন প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের দক্ষিণ বাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর পুত্র লালমোহন উপজেলা বিএনপি আহবায়ক শাহরুখ হাফিজ ডিকো প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কার্যালয় উদ্বোধন করেন।
চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার সভাপতিত্বে প্রধান অতিথি শাহরুখ হাফিজ ডিকো বলেন, আমার বাবা মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলা-৩ এ ছয় বার এমপি ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত বিশ্বস্ত হওয়া কয়েকটি দপ্তরে মন্ত্রী ছিলেন। আমার বাবা একজন সৎ রাজনীতিবিদ। আওয়ামীলীগ সরকার শত চেস্টা করেও কোন দুর্নীতি প্রমানিত করতে পারনি। তাই কেউ অনিয়মে জড়িত হলে ছাড় পাবেন না।