বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই” শ্লোগানে ভোলার বোরহানউদ্দিনে প্রাথমিক বিদ্যালয় বালক- বালিকা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ বোরহানউদ্দিনের আয়োজনে স্থানীয় সরকারি হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় বালক দল ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ছোটপাতা শামসুদ্দিন তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা হয়। খেলায় ৩-০ গোলে ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় ছোটপাতা শামসুদ্দিন তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে বালিকা দল দেউলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর বড় মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরোয়ার আলম খান, পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন, উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার হীরামন বৈদ্য, মনিরুল ইসলাম, আবুল বশার প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ।