স্টাফ রিপোর্টার:
আওয়ামী সরকার পতনের পর প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। হাসিনার শাসনামলে নিয়োগ পাওয়া ডিসিদের প্রত্যাহার করে দেশের আরও ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দেশের সর্বমোট ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. আজাদ জাহান।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ঐ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মুহাম্মদ ইব্রাহীম। মো. আজাদ জাহান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫ তম ব্যাচের সদস্য। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার জন্মস্থান ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলায়। উল্লেখ্য, মো. আযাদ জাহান এর আগে কুষ্টিয়া জেলার মিরপুরে ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা, এরপর পঞ্চগড় জেলা প্রশাসক কর্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালাকে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।