স্টাফ রিপোর্টারঃ
সম্পূর্ণ নতুন রুপে মহিলাদের পোশাক সামগ্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন হলো চাঁদনী ফ্যাশন, এমপি ফ্যাশন ও মিরর বাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লার। মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্যে দিয়ে মহিলাদের পোশাক সামগ্রী নিয়ে ভোলা শহরের প্রাণ কেন্দ্র ওবায়দুল হক কলেজ ও সূর্যমুখী কিন্ডার গার্ডেন সংলগ্ন ফ্যাশন হাউজ ও বিউটি পার্লার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদনী ফ্যাশনের প্রোপাইটর শাকেরা শারমিন চাঁদনী ও এমপি ফ্যাশনের প্রোপাইটর পাপিয়া চৌধুরী, এছাড়াও ভোলা জেলার অর্ধ শতাধিক নারী উদ্যোক্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। এখানে পাওয়া যাবে মহিলাদের থ্রি পিছ, ওয়ান পিছ, টু পিছ, গাউনসহ স্বল্পমূল্যে আকর্ষণীয় সকল ধরনের পোশাক সামগ্রী, পাশাপাশি রয়েছে অভিজ্ঞ বিউটিসিয়ান দ্বারা পরিচালিত মিরর বাই পাপিয়া চৌধুরী বিউটি পার্লার।