নিউজ ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানে ভোলা সরকারি কলেজের অবদান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শরীফুল হক, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রাসেল মাহমুদ, মো. ইস্রফিল হোসেন জাবির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. আরিফ হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়া মহাদেশে বৃহত্তর গণঅভ্যুত্থান ছিলো। ভোলা সরকারি কলেজ এ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। যৌক্তিক আন্দোলন-সংগ্রামে এ কলেজই সামনে থেকে নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভোলায় আন্দোলনের সূত্রপাত হয়েছে এই কলেজের প্রধান ফটক থেকেই। সেই সূত্র ধরে জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত ভোলার সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে নানা প্রতিকূলতা পেড়িয়ে ৫ আগষ্টে ১ দফা দাবী আদায়ে অসামান্য ভূমিকা রাখে ভোলা সরকারি কলেজ। এসময় বৈষম্য বিরোধী ছাত্রনেতা মো. রাহিম ইসলাম, জিদান আনাবীরসহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।