1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

সাগরে নিন্মচাপ, ভোলাসহ উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুর্ভোগে নিন্ম আয়ের মানুষ

  • প্রকাশ কাল শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিন্মচাপে পরিণত হওয়ায় ভোলায় শনিবার ভোর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যা চলমান ছিল সন্ধ্যা পর্যন্ত। শনিবার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজ ও জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষ। বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে।

সদর উপজেলার আলীনগর এলাকার রিকশাচালক মনির হোসেন বলেন, সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভিজে ভিজে রিকশা চালাচ্ছি, যাত্রীও কম। অন্য সময় যা আয় করি, আজ তার অর্ধেকও হবে না।

চরসামাইয়া এলাকার ভ্যানচালক মফিজুর রহমান বলেন, বৃষ্টিতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। কিন্তু কাজ না করলে পরিবার না খেয়ে থাকবে। বাধ্য হয়েই কাজে বের হয়েছি।

স্থানীয় কৃষক মোজাম্মেল হক বলেন, ক্ষেত থেকে আমন ধান সংগ্রহ করেছি। এখন শুকানোর সময় চলছে। ধান ভেজা থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা বাড়বে। কিছু দিন রোদ না পেলে বড় ক্ষতি হয়ে যাবে।

হোটেল দোকানদার জসিম উদ্দিন বলেন, আবহাওয়া খারাপ থাকায় সকাল বেলা বাজারে তেমন লোক আসেনি, তাই আমার দোকানে তেমন বেচা-বিক্রি হয়নি। তাই অনেক মালামাল উদ্ধৃত্ব রয়ে গেছে। দুপুরের দিকে এ প্রতিনিধির সাথে কথা হলে তিনি আরো জানান, এখনও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, লোকজন কম। আল্লাহর উপর ভরসা, দেখি সারাদিন কি রকম বিক্রি হয়। এই রকম অবস্থা যদি চলমান থাকে তা হলে আমাদের মত খেটে খাওয়া মানুষগুলো দুর্ভোগের মধ্যে পড়বে।

ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোলায় ২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৭ দশমকি ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু ভোলা নয়, পুরো দক্ষিণাঞ্চল জুড়েই সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। যার ফলে দুর্ভোগে পড়েছেন নিন্ম আয়ের মানুষগুলো।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ