1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

দৌলতখানে অনুর্ধ্ব-১৫ ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

দৌলতখান প্রতিনিধি:

দৌলতখান উপজেলার গজনবী স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। ফুটবল প্রতিযোগিতা ও বাছাইয়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০ জন জন ছাত্র অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা ও বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছাকিনা আদর্শ একাডেমি।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ