স্টাফ রিপোর্টার:
ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা চর-সমাইয়া এলাকায় দীর্ঘদিন যাবত ফারুক এবং সিয়াম নামে এই দুই ব্যক্তি চাদাবাজী, ভুমি দখল এবং অস্ত্র দেখিয়ে মানুষের ঘরবাড়ির মালামাল লুট করার খবর পাওয়া যায়। এরই ধারাবাহিকতা রবিবার দিবাগত রাত দেড়টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলা কর্তৃক ২টি পৃথক অভিযান পারিচালনা করে, ৩টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড ফাকা কার্তুজ ও ১২টি হাত বোমা এবং ১টি অগ্নেয়াস্ত্রসহ চরপাতা এলাকা থেকে আটক করা হয়। রবিবার (১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার রিফাত আহমেদ।
উল্লেখ্য, ফারুক ও সিয়াম প্রতিবন্ধীর সাথে চিটিং করে তাদের হক মেরে খাওয়ার ১৬টি প্রতিবন্ধী ভাতা কার্ড পাওয়া যায় আটককৃত ফারুক এবং সিয়ামের কাছে থেকে। আটককৃত সন্ত্রসী এবং সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।