নিউজ ডেস্ক:
দৌলতখানে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মেদুয়া ইউনিয়নের মেদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানীয় অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এছাড়াও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো: ইকবাল হোসেন, মেদুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রহমান, মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার বক্তব্য প্রদান করেন।
নারী সমাবেশে বক্তারা সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভিটিজিং বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সমাবেশে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর মা উপস্থিত ছিলেন।