স্টাফ রিপোর্টার:
আমরা ভেবেছিলাম ৫ আগষ্টের পরে বৈষম্য দূর হবে, কিন্তু বৈষম্য দুর হয়নি, চাঁদাবাজি, লুটতরাজ দখলবাজি, টেন্ডারবাজি, সবই হচ্ছে। শুধু মাত্র ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু এর জন্য মানুষ রক্ত দেয়নাই। আমরা বৈষম্য চাইনা, বৈষম্য দূর করতে হবে, ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের নতুন বাংলাদেশ।
তিনি আরো বলেন, দেশের মানুষ অস্ত্র ধরেছে যুদ্ধ করেছে শতশত মানুষ রক্ত দিয়েছে, নিহত হয়েছে কিন্তু বৈষম্য দূর হয়নি। যারা বিগত ১৭ বছর ক্ষমতায় থেকে সব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছে। গুম, খুনসহ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা ভেবেছিলাম বৈষম্য দূর করতে পারলে দেশে শান্তি আসবে। আগে খেয়েছে রিন্ট, এখন খাচ্ছে সেন্টু। নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ ও নীতির পরিবর্তন হয়নি। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৪ টায় ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। এক জালিমকে হটিয়ে আরেক জালিমকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা আর কোনো সন্ত্রাসীকে ক্ষমতায় বসাতে চাই না। তাই ওদের পথে ও কথায় আমরা চলবো না। শুধুমাত্র ইসলাম ব্যতীত রাষ্ট্র সঠিক পথে চলতে পারেনা।
তিনি আরো বলেন, ভোলায় প্রচুর পরিমাণ গ্যাস সম্পদ রয়েছে। ভোলার মানুষের দাবি বাসাবাড়িতে আগে গ্যাস সংযোগ দিয়ে তবেই অন্যত্র নেয়া সম্ভব। ভোলার গ্যাস বাহিরে নিতে হলে ভোলা-বরিশাল সেতুসহ শিল্প কল কারখানা গড়ে তুলে তবেই গ্যাস দেশের বিভিন্ন স্থানে নেয়া যেতে পারে। এ সময় তিনি অনতিবিলম্বে বাসা বাড়িতে গ্যাস না দিলে আগামী ৬ ডিসেম্বর ভোলা ইন্ট্রাকো এলপিজি স্টেশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
ভোলার আবাসনে গ্যাস সংযোগ ইন্ট্রাকোর সাথে অবৈধ চুক্তি বাতিল, ভোলা- বরিশাল সেতু বাস্তবায়ন ও ছত্র জনতার গনবিপ্লবে গনহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ উত্তরের গণসমাবেশ ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।