1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

১৬ বছরে আমরা ভোলাবাসী কিছুই পাইনি, আমরা অনেক বঞ্চিত হয়েছি: আসিফ আলতাফ

  • প্রকাশ কাল বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ বলেছেন, গেল ১৬ বছরে আমরা ভোলাবাসী কিছুই পাইনি, আমরা অনেক বঞ্চিত হয়েছি। ইন্ট্রাকো নামে একটা কো¤পানি ছিলো ভোলায়। তারা কাগজ কমলে এখন কাজ করতে পারছেনা। তাদের আমরাও বাঁধা প্রদান করেছি। এই কাজটা বাঁধা প্রদান করার পিছনে কারণ ছিল অনেক গুলো। কারণ ছিল যে এই কোম্পানিটা আসলে কত টাকায় গ্যাস পাচ্ছে, আমার ভোলার মানুষ জানি না।

বুধবার (৩০ অক্টোবর) সকালে ভোলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ভোলা জেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি বলেন, ভোলার মানুষ প্রত্যেকটা কিচেনে একটা করে গ্যাস সংযোগ পাবে এটা খুব ক্ষুদ্র স্বার্থ। এই স্বার্থের জন্য আমরা আন্দোলনে নামবো না। আগামী শুক্রবার দিন জ্বালানি উপদেষ্টা মহোদয় আমাদের ভোলায় আসবেন। আমরা তার সাথে বৈঠক করবো। তার কাছে দাবি হচ্ছে মাত্র রান্না ঘরে গ্যাস গিয়ে ভোলাকে উপকৃত করে তারপর চলে যাবে, না সেটা হবে না। এই গ্যাস যখন ৯৪ সালে ভোলায় আবিষ্কৃত হয়, আমি তখন অত্যন্ত ছোট। আমি জানি যে কতটা কাঠ-ক্ষয় পুড়িয়ে, কতটা পরিশ্রম করে সেই ভদ্রলোকে এখানে খনি খনন করতে হয়েছে। সরকারের সাথে অনেক ফাইট করে তখনকার অর্থমন্ত্রী মাননীয় সাইফুর রহমান স্যারের সঙ্গে অনেক ফাইট করে, কতটা কষ্ট করে তিনি এইখানে প্ল্যান টা বসাতে চেষ্টা করছিলেন। সেই কষ্টের ফলাফল যখন এই শতাব্দীতে এসে দেখি সেটা চুরি হয়ে যাচ্ছে। তিনজন লোক এটার পিছনে দায়ী কোম্পানির মালিক, ঢাকার একজন এমপি, ভোলার একজন সাবেক মন্ত্রী এবং তার পরিবার। এখানে কোন ভোলার মানুষ কাজ করছে না, ভোলার উন্নয়নের খ্যাতে কোন কিছু ব্যয় হচ্ছে না। শুধুমাত্র ব্যক্তিগতভাবে এই প্রোফিট টা এবং হিউজ প্রোফিট বিশাল টাকার ব্যাপার। তারা এই যে ১৬ বছর ধরে ক্ষমতায়, আগামী ১৬শ বছরেও তারা ক্ষমতায় না আসলে কিছুই যায় আসে না, এত টাকা কামাইয়া গেছে। তারা তাদের সমস্ত কিছু বিক্রি করে দিতে পারে। ভিটা মাটিতে অনেক ছোট ব্যাপার, আদর্শ কেও বিক্রি করে দিতে পারে, বিশ্বাস কেও বিক্রি করে দিতে পারে। তারা তাদের ভগবান বলেন, সৃষ্টিকর্তা বলেন, খোদা-আল্লাহ সব কিছুকে বিক্রি করে তারা তাদের আখের গুছিয়ে নিতে পারেন। এই হলো তাদের বৈশিষ্ট্য, সেই বড়লোক আমরা যেন না হই কোনদিনেও আল্লাহ রহমতে।

তিনি আরও বলেন, আপনাদের মত যারা আছেন টাকা ছাড়া-পয়সা ছাড়াও আরো কিছু কাজ আছে দেশের জন্য কাজ, আমাদের জন্য কাজ। সেই কাজগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন বা জীবন থেকে একটা সময় এই ক্ষেত্রে দিচ্ছেন এই কারনেই পরিবর্তনটা এসেছে। সবাই যদি স্বার্থের জন্য লড়তেন এবং ব্যক্তিগত স্বার্থের জন্য সেটাকে বলে লক্ষ্য হাসিল করা। সেটাকে মানুষ স্বপ্ন দেখা বলে না, যেই স্বপ্ন আপনারা দেখিয়েছেন সেই স্বপ্ন নিয়েই আমরা আজ মুক্ত হয়েছি। এটা ধরে রেখে আরো সুন্দর করতে হবে আমাদের এই দেশটাকে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়েদ বিন মোস্তফা, ব-দ্বীপ ফোরামের প্রতিষ্ঠাতা মীর মোশারফ অমি, এবং ইঞ্জিনিয়ার পারভেজ রানা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট তালহা জোবায়ের ও ফান্ড রাইজিং সেক্রেটারি ঐশী দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিবিডি ভোলা জেলার প্রেসিডেন্ট মোঃ আরিফুল ইসলাম।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ