1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

লালমোহনে বসতঘর লুটপাট-ভাঙচুর, ভিটায় গাছ রোপণ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, লালমোহনঃ

ভোলার লালমোহনে একটি বসতঘরে লুটপাট ও ভাঙচুর শেষে ঘরের ভিটায় সুপারি গাছ লাগিয়ে জবরদখল করার অভিযোগ উঠেছে। গত ১০ আগস্ট গভীর রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবুগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে আমির হোসেন সিরাজের (মিয়া) বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখে গেছে, ওই স্থানে বসতঘর কিংবা ভিটার কোনো চিহ্ন না থাকলেও সেখানে রয়েছে নতুন রোপণকৃত সুপারির বাগান। ভুক্তভোগী আমির হোসেন (মিয়া) জানান, একই বাড়ির মৃত আবুয়াল হোসেন কাজীর ছেলে মান্নান, জলিল গংদের সাথে দীর্ঘ কয়েকবছর যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ৫ দিন পর ১০আগস্ট গভীর রাতে আমার বসতঘরে লুটপাট ও ভাঙচুর চালায় মান্নান, জলিল ও তার লোকজন। এসময় আমাকেসহ আমার স্ত্রী রোকেয়া ও ছেলে সুমনের ওপর অতর্কিত হামলা চালায় তারা। পরে আমার বসতভিটার চিহ্ন মুছে ফেলতে সেখানে সুপারি গাছ রোপণ করে হামলাকারীরা।

তিনি আরো বলেন, বসতঘরে থাকা নগদ ১১ লক্ষ টাকা, ১০ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুটে নেয় এবং ঘরের ২০ লক্ষাধিক টাকার যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে তারা। এদিকে লুটপাটের বিষয়টি অস্বীকার করে মো: মান্নান বলেন, আমাদের জায়গায় জোরপূর্বক বসতঘর নির্মাণ করেছিল আমির হোসেন। তাই আমরা সেই ঘরটি সরিয়ে দিয়েছি। এদিকে ভুক্তভোগী আমির হোসেন (মিয়া) বসতঘরে লুটপাট-ভাঙচুর ও ভিটা জবরদখলের বিষয়টি থানায় জানিয়েছেন। লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ হয়েছে। বিষয়টি উভয়পক্ষের সম্মতিতে স্থানীয় পর্যায়ে মিমাংসাধীন রয়েছে।

 

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ