দৌলতখান প্রতিনিধিঃ
দৌলতখানে উপজেলা ও পৌর যুব দলের আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে, এ উপলক্ষে রবিবার( ২৭ অক্টোবর) সকাল ৯টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকাল তিনটায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল অডিটোরিয়ামে সেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুযোগ্য সন্তান ভোলা জেলা বিএনপি’র সাবেক কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
এসময় তার বক্তব্যে বলেন সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে নাগরিকের কল্যানে, নাগরিকরা যাতে শান্তিতে থাকে এ ব্যাপারে যুব সমাজের প্রতি আহ্বান জানান। ফ্যাসিবাদী আ.লীগের ও ছাত্র লীগের মতো কাজ করা যাবে না। রাজনীতি করে আমরা তাদের মতো টাকা কামাই নি বরং আমরা নিজেদের কষ্টের উপার্জিত টাকা জনগনের কল্যানে ব্যবহার করছি। আমাদের যা করতে হবে জনগণের কল্যানের কথা মাথায় রেখে কাজ করতে হবে। তারেক রহমানের বক্তব্যের অনুসরণ করে সুশৃংখল ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিশেষ প্রতিনিধি মোঃ আকবর হোসেন। তিনি বলেন দৌলতখান যুব দলের সিনিয়র ও বর্তমান নেতৃত্ব সুসংগঠিত হওয়ার কারণে আজ দৌলতখানের রাজনৈতিক পরিবেশ এখনো সুন্দর আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপি নেতা জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুমন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্বাসউদ্দীন জাবেদ, পৌর যুবদল নেতা আলমগীর হোসেন, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন মিয়া প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত।এ সময় উপজেলা বিএনপি নেতা নাজিমুদ্দিন হাওলাদার, পৌর বিএনপি নেতা আবুল বশির সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।