1. admin@news.bholarnews.com : admin :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেনকে বহিষ্কারের দাবী

  • প্রকাশ কাল শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক বক্তব্য প্রদান করায় জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষকদল আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানান নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সম্প্রতি তার ফেইসবুক আইডিতে লাইভে এসে জেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মনগড়া, কুরুচিপূর্ণ ও অসম্মানজনক বক্তব্য দেন।

সভায় বক্তারা কবির হোসেনকে সন্ত্রাসী, চাঁদাবাজ উল্লেখ করে প্রকাশিত ভিডিও বার্তার বক্তব্যের জন্য দলের সবার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

কৃষক দলের বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ বশির আহমেদ হাওলাদার, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিয়াকত হোসেন, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, ভোলা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম বাহালুল, ভোলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন নিক্সন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সবুজ প্রমুখ।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ