1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

লালমোহনে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা ও জমি দখলের অভিযোগ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের কালিরটেক বাজারে রাতের আঁধারে বাউন্ডারি ভেঙে জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১২টার সময় দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হানিফ মাস্টারের বাসায় এঘটনা ঘটে।

দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হানিফ বলেন, দীর্ঘ ২২ বছর লালমোহন ইউনিয়নের কালিরটেক বাজারে বসবাস করে আসতেছি। আমি এই জমি ক্রয়সূত্রে মালিক হিসেবে ভোগদখলে রয়েছি। ১৫ অক্টোবর রাত আনুমানিক ১২টার সময় একই এলাকার খোরশেদ আলমের ছেলে মোস্তফার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী আমার গেট বাউন্ডারি ভেঙে সকল কিছু লুট করে নিয়ে যায় ও আমার জমি দখলের চেষ্টা করে। এঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো: মোস্তফা বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলার কথা স্বীকার করে বলেন, ওই জমি আমাদের ছিলো। তাই আমরা বাউন্ডারী ওয়াল ভেঙে ফেলেছি।

এবিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টীম পাঠিয়েছি। সেখানে গিয়ে হানিফ মাস্টারে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলা দেখেছি। পুলিশ গিয়ে দুই পক্ষকে শান্ত থাকতে বলেছে। এ ব্যাপারে হানিফ মাস্টার একটি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ