1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

প্রতিবন্ধী ব্যক্তিদের ৩ দিনব্যাপি বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ছাগল এবং হাঁস-মুরগী পালন বিষয়ক ৩ দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বিথী ইসলাম। এছাড়াও সংস্থার বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ছাগল ও হাঁস-মুরগী পালনের দক্ষতা বৃদ্ধি, আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে বলে আশা করছেন এবং এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। প্রশিক্ষণে ভোলার জেলার ও চরমোন্তাজের ২৫ জন প্রতিবন্ধি অংশ নেয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ