স্টাফ রিপোর্টার:
ভোলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ভোলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বুড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারিয়া আক্তার রোজা (৫) ওই এলাকার মজনুর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শিশু ফারিয়া ঘরে খেলা করছিলো। এসময় তাকে একটি বিষধর সাপে কামড় দিলে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকগণ তাকে গতানুগতিক চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু সাপে দংশনের কোন ভ্যাকসিন প্রদান করেননি। চিকিৎসার একপর্যায়ে ফারিহার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল (শেবাচিম) রেফার করেন। পরিবারের সদস্যগণ তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকগণ ফারিয়ার অবস্থা দেখে বলেন দেরি করে ফেললেন এবং তারা তার চিকিৎসা শুরু করেন। কিন্তু ফারিয়াকে আর বাঁচানো গেল না। শিশু ফারিয়া মর্মান্তিক মৃত্যুতে পরিবার চলছে শোকের মাতম। নিহত শিশু ফারিয়া আক্তার রোজা (৫) ওই এলাকার মজনুর মেয়ে।
সুশীল সমাজ এবং বিশিষ্টজনরা এ ব্যাপারে হতাশা প্রকাশ করে বলেন, ভোলা জেলা সদর হসপিটালের মত একটি হাসপাতালে সাপে কাঁটার ভ্যাকসিন নেই বিষয়টি কোন ভাবেই মেনে নেয়া যায় না। চিকিৎসকদের এ জাতীয় ঢিলেঢালা দায় সারা চিকিৎসাসেবা দেশ ও জাতির জন্য মারাত্মক ক্ষতিকর।
তারা আরো বলেন, ১০-১৫ দিন পূর্বে সাপে দংশনের কারণে এক রোগী হাসপাতালে ভর্তি হয়। ওই সময়ও চিকিৎসকগণ ঢিলে-ঢালা দায় সারা চিকিৎসার দায়ে তার মৃত্যু হয়। এই পরিস্থিতি অব্যাহতভাবে চলতে থাকলে মানুষ হসপিটাল এর পরিবর্তে ওজা কবিরাজদের দ্বারস্থ হবে যা মোটেই কাম্য নয়। সুতরাং বিষয়টি ভোলা জেলা প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে সমাধান করবেন এমনটাই প্রত্যাশা ভোলার সচেতন মহলের।